আমাদের সম্পর্কে
সুকূন অনলাইন পাঠশালার website খোলা হয়েছে বোনদের জন্য একটি ফিতনাবিহীন উপকারী জ্ঞান অর্জনের প্ল্যাটফর্ম তৈরি করতে। আলহামদুলিল্লাহ সফলতার সাথেই আমরা কাজ করছি শিশু ও মেয়েদের স্বাস্থ্য ও অনান্য দরকারী প্রায়োগিক বিষয় গুলোর উপর উপকারী সব কোর্স নিয়ে। যেখানে মেয়েরা ঘরে বসেই অনলাইন সুদক্ষ মহিলা মেন্টরের তত্ত্বাবধানে ফ্রি মিক্সিং বিহীন সুন্দর পরিবেশে উপকারী সব জ্ঞান অর্জন করতে পারবে। এখানে আছে বোনদের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কোর্স, ওয়ার্কশপ। বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিষয়ক কোর্স। যেমনঃ আমাদের আছে স্পোকেন ইংলিশ কোর্স – বড়দের এবং শিশুদের জন্য – যেখানে তারা পাচ্ছেন অভিজ্ঞতা স্পপন্ন ও দক্ষ মেন্টর। আছে রয়েছে স্বল্প মেয়াদি নানা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কোর্স ও ওয়ার্কশপ। যেখানে বোনেরা ডাক্তার থেকে শিখবেন দৈনন্দিন জীবনের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রাথমিক জ্ঞান। সামনে আরো উপকারী বিষয় যেমনঃ প্যারেন্টিং, শিশু স্বাস্থ্য বিষয়ক কোর্স আসবে ইন শা আল্লাহ।
সুকূন অনলাইন পাঠশালা শিশু, মেয়েদের জন্য একটি মান সম্মত এবং ফিতনাবিহীন প্ল্যাটফর্ম হিসেবে সেবা দিচ্ছে, সামনেও যেন ইন শা আল্লাহ দিয়ে যায় সেজন্য দু’আর দরখাস্ত।
আমাদের টিম
প্রতিষ্ঠাতাদের সম্পর্কে

সাজ্জাদুজ জামান
Founder and Director